• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অবশেষে নতুন চেয়ারম্যান পেল ইসলামী ব্যাংক

প্রকাশিত: ১৭:০০, ২২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
অবশেষে নতুন চেয়ারম্যান পেল ইসলামী ব্যাংক

ঋণ খেলাপি ও বিতর্কিত নানান কর্মকাণ্ডের শিরোনামে থাকা এস আলমের মালিকানা ছাড়াতে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এ নিয়োগ অনুমোদন দেন।

রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে ৫ সদস্যে পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার গর্ভনর এই পর্ষদের অনুমোদন দিয়েছেন।

পর্ষদের অন্য চারজন হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট আব্দুস সালাম।

এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে ইসলামি ব্যাংক পিলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন গভর্নর।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

ব্যাংকিং খাতের লুটেরা হিসেবে পরিচিত সাইফুল আলম মাসুদের এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এই ব্যাংক ৭০ হাজার কোটি টাকার বেশি সরিয়ে নিয়েছে। আর কোনো টাকা যাতে সরাতে না পারে সে লক্ষ্যে পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন: