• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

পাকিস্তানে পূর্বের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম

প্রকাশিত: ০৮:১৬, ২৪ অক্টোবর ২০২৪

ফন্ট সাইজ
পাকিস্তানে পূর্বের সব রেকর্ড ভাঙলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে ঊর্ধ্বমুখী গতিধারা বজায় রেখেছে পাকিস্তানের স্বর্ণের দাম। স্থানীয় বাজারে, প্রতি তোলা স্বর্ণের দাম ২ হাজার রুপি বেড়ে ২ লাখ ৮৫ হাজার ৪০০ রুপি হয়েছে। যা পাকিস্তানে রেকর্ড সর্বোচ্চ। 

বুধবার (২৩ অক্টোবর) নতুন এই দাম নির্ধারণ হয়েছে।

একইভাবে, অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশনের (এপিজিজেএসএ) মাধ্যমে রেকর্ড দাম নির্ধারণের পর ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৮৪ রুপিতে। 

এর আগে গত মঙ্গলবার স্বর্ণের দাম ১১০০ রুপি বেড়ে ২ লাখ ৮৩ হাজার ৪০০ রুপি রেকর্ড দাম নির্ধারণ করা হয়।

এদিকে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৫৭ মার্কিন ডলার। রূপার দাম ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার হয়েছে।

এ দিন বিশ্বব্যাপী স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত এবং আসন্ন মার্কিন নির্বাচন নিরাপদ সম্পদের চাহিদাকে উৎসাহিত করেছে।

সূত্র: বিজনেস রেকর্ডার

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2