ভারতের ইতিহাসে সর্বোচ্চ দামে স্বর্ণ বিক্রি
ছবি: ফাইল ফটো
ভারতে এই প্রথম এক ভরির কিছু কম বা ১০ গ্রাম স্বর্ণের দাম ৮৩ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৪৬০ টাকা) ছাড়িয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাজধানী নয়াদিল্লিতে প্রতি ১০ গ্রাম স্বর্ণ ৮৩ হাজার ১০০ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১৭ হাজার ৬০১ টাকা) বিক্রি হয়েছে বলে জানা গেছে।
স্বর্ণের আগের যে দর ছিলো, তার তুলনায় শুক্রবার ১০ গ্রাম স্বর্ণে ২০০ রুপি দাম বেড়েছে সব ধরনের স্বর্ণের। ৯৯ দশমিক ৯ শতাংশ খাঁটি বা বিশুদ্ধ স্বর্ণের দাম বৃহস্পতিবার পর্যন্ত ছিলো ৮২ হাজার ৯০০ রুপি, যা বৃহস্পতিবার ২০০ রুপি বেড়ে হয়েছে ৮৩ হাজার ১০০ রুপি।
আর প্রতি ১০ গ্রাম ৯৯ দশমিক ৫ শতাংশ খাঁটি বা বিশুদ্ধ স্বর্ণ বিক্রি হয়েছে ৮২ হাজার ৭০০ রুপিতে। বৃহস্পতিবার পর্যন্ত এ দর ছিল ৮২ হাজার ৫০০ রুপি।
ভারতের স্বর্ণের বাজার পর্যবেক্ষণকারী সংস্থা এইচডিএফসি সিকিউরিটিজের জ্যেষ্ঠ বিশ্লেষক সৌমিল গান্ধী বলেন, ‘ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি দামে স্বর্ণ বিক্রি হয়েছে গতকাল। এর আগে কখনও এই দরে স্বর্ণের কেনাবেচা হয়নি ভারতে।’ সূত্র: এনডিটিভি
বিভি/এমআর
মন্তব্য করুন: