এবারের রমজানের সেলিব্রেটি পণ্য ‘লেবু’!

প্রতি বছর রমজান এলেই সেলিব্রেটি হয়ে যায় কিছু নিত্য পণ্য। টিভি-পত্রিকার সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সর্বত্র্যই চলে সেই পণ্যের মূল্য নিয়ে আলোচনা-সমালোচনা। এবারের সেই সেলিব্রেটি পণ্যের নাম লেবু।
রমজান মাসে ইফতারে শরবতে ব্যবহৃত হয় লেবু। তাই এই মাসে লেবুর কদর থাকে বেশি। ভোক্তার এই চাহিদার সুযোগে এবারের রমজানে এক লাফে লেবুর হালি সেঞ্চুরিতে নিয়ে গেছেন কতিপয় ব্যবসায়ী। লেবুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কলার দামও।
তবে এবারের বাজার পর্যবেক্ষণ বলছে, সাম্প্রতিক সময়ের তুলনায় গত সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বাড়লেও তা বিগত বছরের তুলনায় অনেকটাই কম। গেল বছরের রমজানের শুরুতে ব্রয়লার মুরগির দাম ছিল ২৫০ থেকে ৩০০ টাকা, যা এখন রয়েছে ২১০ থেকে ২২০ টাকা দরে। চিনি বিক্রি হচ্ছে ১২০ টাকায়, যা গেল বছর ছিল ১৩৫ থেকে ১৪০ টাকায়। সম্প্রতি বছরগুলোর ধারবাহিকতা ভেঙে এবারের রমজানে অবিশ্বাস্য ঝাঁজ কমেছে পেঁয়াজে। যে পেঁয়াজ গেল বছরের রমজানে ১১০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে সেই পেঁয়াজ এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪৫ টাকায়। রমজান এলেই দাম বেড়ে যাওয়ায় আলোচনায় আসে বেগুন। তবে এবার তুলনামূলক দাম কম হওয়ায় তেমন আলোচনায় নেই ইফতারের জনপ্রিয় এই অনুষঙ্গটি। রোজা এলে প্রতিবছর বেড়ে যায় কাঁচা মরিচেরও ঝাল। তবে ২০২৪ এর রমজানে যে কাঁচা মরিছ বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়, সেই মরিচ এখন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
এদিকে বরাবরের মতোই সমালোচনার মাঠ ধরে রেখেছে ভোজ্য তেল। শুধু এখনই নয়, সরকার পরিবর্তনের পর সব পণ্যের বাজারে ক্ষেত্রভেদে অল্প-বেশি পরিবর্তন এলেও এখনও পূর্বের অস্থিতরা রয়ে গেছে সয়াবিন তেলের বাজারে। আগের মাতোই সরবরাহ সংকটের অযুহাতে এখনও সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি ১৭৫ থেকে ১৮৫ টাকায়। যা নিয়ে সমালোচনায় মুখর রয়েছেন সাধারণ ক্রেতারা।
তবে ২০২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম রমজানে প্রয়োজনীয় অধিকাংশ পণ্যের মূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভোক্তারা। শুধু সরকারের নিয়ন্ত্রণের আশায় অপেক্ষ নয়। ইসলামের বিধান মেনে ব্যবসায়ীরাও নিজেদের আত্মশুদ্ধির পথ বেছে নেবেন এমনটাই প্রত্যাশা সবার।
বিভি/টিটি
মন্তব্য করুন: