• NEWS PORTAL

  • রবিবার, ২০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

স্থলবন্দর দিয়েই নেপালে রফতানি হলো ২৭৩ টন আলু

প্রকাশিত: ২০:২৫, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ২০:২৫, ১৮ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
স্থলবন্দর দিয়েই নেপালে রফতানি হলো ২৭৩ টন আলু

ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের মধ্যেই নেপালে রফতানি করা হলো ২৭৩টন আলু। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাবান্ধা বন্দর দিয়ে ২৭৩ মেট্রিক টন আলু রফতানির তথ্য নিশ্চিত করেন স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।

তিনি গণমাধ্যমকে জানান, ২৭৩ মেট্রিক টন আলু নেপালে গেছে। এ নিয়ে ৪ হাজার ৪৯৪ মেট্রিক টন আলু নেপালে রফতানি হলো। এর মধ্যে গত সপ্তাহে (১০ এপ্রিল) বন্দরটি দিয়ে ১৪৭ মেট্রিক টন আলু রফতানি হয়েছে নেপালে।

উজ্জ্বল হোসেন আরও বলেন, আলুগুলো রফতানি করে স্বাধীন এন্টারপ্রাইজ ও ক্রসেস এগ্রোসহ বেশ কিছু প্রতিষ্ঠান। আলুগুলো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে নিয়মিত নেপালে রফতানি হচ্ছে।

উল্লেখ্য, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রফতানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2