চট্টগ্রাম বিমান বন্দরেও চলছে কার্গো ফ্লাইটের প্রস্তুতি

প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফের চট্টগ্রাম বিমান বন্দরেও চলছে কার্গো ফ্লাইটের প্রস্তুতি । আকাশপথে পণ্য পরিবহনে কার্গো ফ্লাইট পরিচালনায় অবকাঠামো, কোল্ডস্টোরেজ নির্মাণসহ আনুষঙ্গিক কাজ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। পুনরায় চট্টগ্রাম থেকে কার্গো ফ্লাইট চালু হলে মধ্যপ্রাচ্যে বিপুল পণ্য আমদানি ও রফতানির সুযোগ তৈরি হবে আশা করছেন সংশ্লিষ্টরা।
গেলো ৮ এপ্রিল বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। যে কারণে বিদেশে পণ্য পাঠানো নিয়ে রফতানিকারকদের মধ্যে দুশ্চিন্তা তৈরি হয়। তবে পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি রফতানির গতি ধরে রাখতে এখন কার্গো ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার।
আগামী ২৭ এপ্রিল থেকে সিলেট বিমানবন্দর দিয়ে স্পেনে ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়। এছাড়াও খুব দ্রুত চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েও কার্গো ফ্লাইট শুরু করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ -বেবিচক।
সম্প্রতি বেবিচকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর পক্ষ থেকে চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষকে কার্গো ফ্লাইট পরিচালনার প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
বেবিচকের নির্দেশনা পাওয়ার পরপরই তা বাস্তবায়নে কাজ শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। অবকাঠামো নির্মাণসহ অন্যান্য কার্যক্রম শুরু হয়েছে। এরমধ্যে কোল্ডস্টোর নির্মাণে ঠিকাদার নিয়োগ, কার্গো উইং মেশিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আব্দুল্লাহ আলমগীর জানান, বেবিচকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম থেকে কার্গো ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। যেহেতু ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে-তাতে কার্গো ফ্লাইটে চাপ বাড়লেও সেটি যেন মোকাবেলা করতে পারি, সেভাবে প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে। কোল্ডস্টোর নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে কাজ শুরু হবে। আশা করছি বাকিগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পারবো।
চট্টগ্রাম বিমান বন্দরে ২০২২ সাল থেকে পুরোপুরি বন্ধ রয়েছে কার্গো ফ্লাইট।
বিভি/এআই
মন্তব্য করুন: