২০২৩ সালের কর ফাঁকির হিসাব দিলো সিপিডি

ছবি: সিপিডির মিডিয়া ব্রিফিং
২০২৩ সালে কর ফাঁকির পরিমাণ ছিলো ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, সিপিডি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। আগামী অর্থ-বছর থেকে সর্বনিম্ন কর ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২১ এপ্রিল) ধানমন্ডির কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানায় সিপিডি। করখাতে অন্যয্যতা দূর করতে সবখাতে ঢালাওভাবে প্রনোদনা না দেয়ার তাগিদ দিয়ে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক ও বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবে যাতে প্রনোদনা না দেয়া হয় সেটিও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, রাজস্ব প্রনোদনার কারণে সামাজিক, চিকিৎসা ও শিক্ষাসহ সামগ্রিকভাবে খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
কর ফাঁকি কমাতে বাংলাদেশের সমগ্র আর্থিক লেনদেন একটি প্লাটফর্ম এ নিয়ে আসার সুপারিশ করে তিনি আরও বলেন, দেশের করখাতে অন্যায্যতা দূর করতে কার্যকর সব পদক্ষেপ এখনই নেয়া দরকার।
মিডিয়া ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, দেশের আইনে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৯১ শতাংশ নিবন্ধিত কোম্পানি রির্টান দাখিল করছে না। বিশাল একটি অংশ রিটার্ন দাখিল না করে কীভাবে ব্যবসা পরিচালনা করচে তা রাজস্ব বোর্ডের খতিয়ে দেখার সুপারিশ করেছে সিপিডি।
বিভি/এমআর
মন্তব্য করুন: