• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শুল্কযুদ্ধের প্রভাবে অস্থির স্বর্ণের বাজার, আবারও দামের রেকর্ড

প্রকাশিত: ১৬:১৮, ২১ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
শুল্কযুদ্ধের প্রভাবে অস্থির স্বর্ণের বাজার, আবারও দামের রেকর্ড

ট্রাম্পের বাড়তি শুল্কারোপের কারণে ক্রমশই দুর্বল হয়ে পড়ছে ডলারের মান। আর এর প্রভাবেই স্বর্ণের দাম উঠেছে রেকর্ড উচ্চতায়। প্রতি আউন্স স্বর্ণের মূল্য এখন ৩ হাজার ৩৮৪ ডলার। 

সোমবার (২১ এপ্রিল) এই মূল্যবান ধাতুটির মূল্য নতুন রেকর্ডে পৌঁছেছে।

ইস্টার সানডের ছুটির জন্য এক সপ্তাহ বাজার সীমিত ছিল। তবে বাণিজ্য যুদ্ধের প্রভাবে চড়া মূল্যে পৌঁছেছে স্বর্ণ। বিশেষ করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ এমন পরিস্থিতির অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের বাকি অংশে ১০ শতাংশ শুল্ক আরোপ হলেও চীনের অনেক পণ্য ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখোমুখি হয়েছে। প্রতিক্রিয়ায় মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং।

ট্রাম্প বৃহস্পতিবার বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক নিয়ে চীনের সাথে আলোচনা করছে এবং তিক্ত বাণিজ্যযুদ্ধের অবসান ঘটাতে একটি চুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

আমেরিকান বিনিয়োগ ব্যাংকার জেরোম পাওয়েলের সঙ্গে ট্রাম্পের তিক্ত সম্পর্কও এই স্থবিরতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের স্বাধীনতার প্রসঙ্গে গত সপ্তাহে পাওয়েলকে সতর্ক করে দিয়েছিলেন ট্রাম্প।

লোন নেওয়ার ওপর খরচ কমানোর জন্য তাকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। জেরোম পাওয়েলের বিষয়ে তিনি বলেন, ‘আমি যদি তাকে বের করতে চাই, তাহলে সে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে, বিশ্বাস করুন।’

তবে পাওয়েল বলেছেন, তার তাড়াতাড়ি পদত্যাগ করার কোনো পরিকল্পনা নেই। তিনি আর্থিক নীতির ওপর ব্যাংকের স্বাধীনতাকে 'আইনের বিষয়' বলে মনে করেন।

সাম্প্রতিক রেকর্ড বলছে, সেরা পারফরমারদের মধ্যে ইয়েন এবং ইউরোসহ ডলার তার প্রধান সমকক্ষের বিপরীতে পড়ে গেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে দুষছেন বিশ্বের অনেক নেতা। 

ফরাসি অর্থমন্ত্রী এরিক লোমবার্ড বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে তার আক্রমণাত্মক পদক্ষেপের মাধ্যমে ডলারের বিশ্বাসযোগ্যতাকে আঘাত করেছেন।’

এক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘যদি পাওয়েলকে বাইরে ঠেলে দেওয়া হয়, বন্ড মার্কেটের উন্নয়নের সাথে এই বিশ্বাসযোগ্যতা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

এদিকে বিশ্ব অর্থনীতির ঘূর্ণায়মান উদ্বেগের কারণে চাহিদার আশঙ্কায় তেলের দাম কমেছে। টোকিও’র শক্তিশালী ইয়েনের দরপতন ঘটেছে। তবে সাংহাই, সিউল, সিঙ্গাপুর, ম্যানিলা ও জাকার্তার বাজার ঊর্ধ্বমুখী।

এমন পরিস্থিতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের স্বর্ণের বাজারে। সাম্প্রতিক সময়ে কয়েক দফাও বেড়েছে এই মূল্যবান ধাতুর দাম।

এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ৫ হাজার ৬৫৭ টাকা বেড়েছে। গত শনিবার সর্বশেষ ভরি প্রতি স্বর্ণের মূল্য ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আর এই দাম কার্যকর হয়েছে রবিবার থেকে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। এছাড়া দাম কমানো হয়েছে মাত্র ৬ বার। তবে বিশ্ব বাজারে চড়া মূল্যের কারণে মূল্যবান এই ধাতুর দাম বাংলাদেশে আরও বাড়ার শঙ্কা রয়েছে।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2