• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কমছে পেঁয়াজের দাম 

প্রকাশিত: ১৪:০৭, ২২ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
কমছে পেঁয়াজের দাম 

ছবি: ফাইল ফটো

যৌক্তিক কারণ ছাড়া পেঁয়াজের দাম গত কয়েক দিন বেড়ে হঠাৎ আবার  কমতে শুরু করেছে। রাজধানীর খুচরা বাজারগুলোতে কমেছে কেজিতে কমপক্ষে পাঁচ টাকা। কারওয়ানবাজারে খুচরা বাজারে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৫৫ টাকা কেজিতে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, গত ক'দিন মজুদের জন্যই পেঁয়াজ কেনা হয়েছে। 

গত দেড় সপ্তাহ ধরে হঠা আলোচনায় পেঁয়াজ। যদিও দেশে বন্যা কিংবা আমদানির বিঘ্নতা এমন কোন ঘটনা ছিলো না। রাজধানীর বাজারগুলোতে কেজিতে দাম ওঠে ৬০ টাকা। 

রাজধানীর কারওয়ানবাজারের খুচরা বাজারে মানভেদে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪৮ টাকা থেকে ৫৫ টাকা। এদিকে, পাইকারি বাজারে  পেঁয়াজের সরবরাহের কোন ঘাটতি নেই। গত কয়েক দিনের চেয়ে, আরো বেশি পেঁয়াজ বাজারে উঠেছে। এখন পেঁয়াজের দাম বাড়ার কোন কারণ দেখছেন না সংশ্লিষ্টরা। জানালেন, আগামী কয়েক মাস পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতার শঙ্কা নেই।

বিভি/এমআর

মন্তব্য করুন: