প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক

ছবি: ফাইল ফটো
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির ধারণা, চলতি অর্থবছর শেষে এদেশের প্রবৃদ্ধি তিন দশমিক তিন শতাংশে নেমে আসবে।
বুধবার (২৩ এপ্রিল) দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অগ্রগতি বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক। এতে বলা হয়, রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রথম তিন প্রান্তিকে সরকারি-বেসরকারি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে প্রবৃদ্ধি কমবে।
২০২৪-২৫ অর্থবছর শেষে প্রবৃদ্ধি নেমে দাঁড়াবে আগে দেওয়া ৪ শতাংশের পূর্বাভাসের চেয়েও কম। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার জানান, এক দশকের একাধিক ধাক্কা দক্ষিণ এশিয়াকে দুর্বল করে দিয়েছে।
এর প্রভাবে ভারতের প্রবৃদ্ধি হতে পারে ছয় দশমিক তিন শতাংশ। পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রবৃদ্ধি তিন দশমিক এক শতাংশ হওয়ার আভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বিভি/এমআর
মন্তব্য করুন: