নতুন চুক্তিতে জ্বালানির দাম কমানোর আশ্বাস কাতারের

ফাইল ছবি
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, চলমান চুক্তিতে জ্বালানির দাম কমাবে না কাতার, তবে নতুন করে চুক্তি হলে দাম কমানোর আশ্বাস দিয়েছে দেশটি। শনিবার (২৬ এপ্রিল) বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি।
উপদেষ্টা বলেন, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মতবিনিময় হচ্ছে। দাম কমানোর বিষয়ে আলোচনা হচ্ছে। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ প্রতি ইউনিট সাড়ে ৮ টাকার মতো নির্ধারণ করা হয়েছে। এটাকে আদর্শ ধরে অন্যান্য কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলোকে দর নির্ধারনের তাগিদ দেওয়া হচ্ছে।
এসময় জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, যতটুকু ক্যাপাসিটি আছে তার থেকে তিনগুণ উৎপাদন বাড়াতে হবে।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার ডক্টর গোলাম মোয়াজ্জেম বলেন, ২০০৪ সালের জ্বালানি নীতির কার্যকারিতা এখন আর নেই। বর্তমান অর্থনৈতিক দুরবস্থার অন্যতম কারণ জ্বালানি খাতের অব্যবস্থাপনা। জ্বালানি খাতকে দ্রুত সংস্কার করে নতুন করে জ্বালানি নীতি প্রণয়নের পাশাপাশি এলএনজি আমদানিতে উৎসাহিত না করে গ্যাস উত্তোলনে গুরুত্ব বাড়ানোর পরামর্শও দেন তিনি।
বিভি/এসজি
মন্তব্য করুন: