বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

ছবি: সংগৃহীত
অর্থনীতিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে আরও বিনিয়োগ করতে চায় এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। ২০২৬ সালে বাংলাদেশকে এলডিসি তালিকা থেকে বের করতে সহায়তাও করছে এডিবি।
সোমবার (২৮ এপ্রিল) রাজধানীতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজনেস অপরচুনিটি সেমিনারে এসব জানায় দাতা সংস্থাটি।
এসময় এডিবির আবাসিক প্রতিনিধি হো ইয়ান জিওং জানান, এই মুহূর্তে বাংলাদেশে সংস্থাটির ১২ বিলিয়ন ডলারের ৫২টি প্রকল্প চলমান। পাইপলাইনে আছে আরও আড়াই বিলিয়ন ডলার।
তিনি আরও জানান, সময়োপযোগী প্রকিউরমেন্ট নিশ্চিত করা খুব জরুরি। এতে যে কোনো প্রকল্পে অর্থের ব্যবহার ও বাস্তবায়নের গতি বাড়বে। একই সাথে এডিবির বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানেরও দক্ষতা বাড়াতে হবে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হলেই বাংলাদেশে বিনিয়োগের পরিধি বাড়বে। সেই চাপ সামাল দিতে যথাযথ প্রকিউরমেন্ট আইন ও কর্মীদের দক্ষতা দরকার হবে বলেও মনে করেন, এডিবির আবাসিক প্রতিনিধি।
দিনব্যাপী আয়োজনে অংশ নিচ্ছে এডিবির প্রায় ৫০০ সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পরামর্শকরা।
বিভি এ/আই
মন্তব্য করুন: