• NEWS PORTAL

  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ 

প্রকাশিত: ১৯:৩৮, ৬ জানুয়ারি ২০২২

আপডেট: ২০:২৪, ৬ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন মোহাম্মদ ইউনুছ 

ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ ইউনুছ শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৫ জানুয়ারি) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংকটির একাধিক কর্মকর্তা বাংলাভিশন ডিজিটালকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ বর্তমানে ৩০টিরও বেশি কোম্পানি পরিচালনা করছেন। তাঁর পরিচালতি সোনালী পেপার এন্ড বোর্ড মিল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পুঁজিবাজারের তালিকাভুক্ত। 

তিনি ১৯৯৩-এ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্বর্ণপদক লাভ করেন। এছাড়া ব্যবসা পরিচালনায় সাফল্যের জন্য তিনবার সিআইপি’র মর্যাদা লাভ করেন।

শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুছ ফারিস্ট ইসলামিক ইউনিভার্সিটির গভর্নিং বডির সদস্য, রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ওয়ার্ডব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা এবং গ্যালাক্সি ফ্লাইং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি সোনালীনিউজ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক 

মোহাম্মাদ ইউনুছ ১৯৫৮-এ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় (সাবেক বিক্রমপুরে) জন্মগ্রহণ করেন। 

 

বিভি/এইচএস/রিসি 

মন্তব্য করুন: