বীমা দিবসের নতুন লোগো উন্মোচন

আগামী ১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় বীমা দিবস। ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি উদযাপনের জন্য নতুন ডিজাইনের লোগো উন্মোচন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
নিয়ন্ত্রক সংস্থাটির ওয়েবসাইটে সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এই নতুন লোগো আপলোড করা হয়েছে।
আইডিআরএ সূত্রে জানা গেছে, যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে নানান কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। দিবসটির মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে ২০২০ সাল থেকে সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: