ওএমএস সেবা নিতে কোয়ান্টের সঙ্গে আইল্যান্ড সিকিউরিটিজের চুক্তি

কোয়ান্টের সঙ্গে আইল্যান্ড সিকিউরিটিজের চুক্তি
নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমস (ওএমএস) চালু করতে যাচ্ছে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। সিকিউরিটিজ কোম্পানিটির সঙ্গে এই সেবা সংক্রান্ত চুক্তি করেছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড।
মঙ্গলবার (৮ মার্চ ) চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনীস্থ ফারুক চেম্বারে প্রতিষ্ঠান দুটির মধ্যে এই চুক্তি সই করা হয়েছে। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এবং কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ জাবেদ হোসেন।
চুক্তির শর্ত অনুসারে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসইর লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধার্থে কিউ-ট্রেডার সিস্টেম দিবে। এর ফলে আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটের গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্তে থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবে।
উল্লেখ্য যে, কিউ-ট্রেডার বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম)। ইতোমধ্যে কোম্পানিটি ডিএসই থেকে ফিক্স সার্টিফিকেশন পেয়েছে। অপরদিকে, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড ডিএসই ও সিএসইর শীর্ষ ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি।
আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক (অর্থ) মোহাম্মদ নাকিম উদ্দিন নিশাদ, কোয়ান্ট ফিনটেকের পরিচালক মোঃ আহসান উল্লাহ রাজুসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: