দাম নিয়ন্ত্রণে তেলের কারখানা পরিদর্শনে ভোক্তা আধিকার

সয়াবিন তেলের দাম লাগামহীনভাবে বাড়ছে দাম। ভোজ্য তেলের অস্থির এই বাজারে কারা তেলের সংকট তৈরি করছে তা ধরতে আমদানি তথ্য, মিলের মজুদ ও সরবরাহের হিসাব যাচাইয়ে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ মার্চ) সয়াবিন তেলের দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকারের একটি মনিটরিং টিম বিভিন্ন কারখানা পরিদর্শন করেছেন।
ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, তেলের মিল মালিকদের সাথে রিফাইনারি মিলগুলোতে বৃহস্পতিবার থেকে যাচাই-বাছাই শুরু করেছেন তারা। পাকা রশিদ ছাড়া ব্যবসা পরিচালনা করলে শুক্রবার থেকে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি। নারায়নগঞ্জের রূপগঞ্জের অর্থনৈতিক অঞ্চলে সিটি গ্রুপের তীর সয়াবিন তেলের কারখানা এবং রূপসী বাজার এলাকার এডিবল অয়েল লিমিটেডের রূপচাঁদা সোয়াবিন তেলের মিল পরিদর্শনে যান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
এসময় তেল কারখানার কর্মকর্তারা জানান, মিল থেকে প্রতিদিন পর্যাপ্ত পরিমান তেল সরবরাহ হচ্ছে। দেশে এই মুহূর্তে তেলের কোনো সংকট নেই জানিয়ে তারা বলেন রোজা বা ঈদে দেশে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে।
এসময় ভোক্তা অধিদপ্তরের পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের কাছে ভুল তথ্য দিয়ে তেলের মূল্য বৃদ্ধির পায়তারা করছে। এসব সিন্ডিকেট প্রতিহত করতে ভোক্তা অধিকার নিয়মিত মাঠে থাকবে বলেও জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
বিভি/এইচএস
মন্তব্য করুন: