• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৮, ১৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

ফাইল ছবি

আমানত সংগ্রহের লক্ষ্যে কতিপয় আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। যা প্রতিষ্ঠানগুলোর ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে।

রবিবার (১৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় আর্থিক প্রতিষ্ঠান আমানত সংগ্রহের লক্ষ্যে বিভিন্ন খাতে অর্থ ব্যয় করছে, যা অনৈতিক ও অগ্রহণযোগ্য। এসব কার্যক্রমের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান অযৌক্তিকভাবে তহবিল ব্যয় বৃদ্ধি করছে। আর তা প্রতিষ্ঠানগুলোর ঋণ বা বিনিয়োগের সুদ বা মুনাফার হারকে ঊর্ধ্বমুখী হতে প্রভাবিত করছে। এজন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো আমানত সংগ্রহে তাদের ঘোষিত সুদ হার ছাড়া কোনো প্রকার প্রচ্ছন্ন ব্যয় (কমিশন, ব্যবসা উন্নয়ন খরচ, উন্নয়ন ব্যয় বা যে নামেই অভিহিত করা হোক না কেন) করবে না।’

একইসঙ্গে, আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সুদ/মুনাফার হার সংক্রান্ত হালনাগাদ তথ্য নিয়মিতভাবে নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2