• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিশ্বের এক নম্বর ধনকুবেরকেও টেক্কা দিলেন গৌতম আদানি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৭, ১৭ মার্চ ২০২২

ফন্ট সাইজ
বিশ্বের এক নম্বর ধনকুবেরকেও টেক্কা দিলেন গৌতম আদানি

জেফ বেজোস-গৌতম আদানি

ধনসম্পদ বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনকুবেরকেও টেক্কা দিলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। এক বছরে তার সম্পত্তি চার হাজার ৯০০ কোটি ডলার বেড়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় পৌনে চার লাখ কোটি রুপির সমান। এক বছরে এতো ধনবৃদ্ধি এলন মাস্ক বা জেফ বেজোসেরও হয়নি। যদিও এই মুহূর্তে বিশ্বের সেরা ধনী তালিকায় প্রথম দু’টি নাম এ দুজনেরই।

গৌতম আদানি ভারত এবং এশিয়ায় ধনী শিল্পপতিদের মধ্যে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে মুকেশ অম্বানী। আদানি সেই অম্বানিকেও এ ব্যাপারে টেক্কা দিয়েছেন। গত এক বছরে অম্বানির মোট সম্পদ ২৪ শতাংশ বেড়েছে। তেল, নেটওয়ার্ক পরিষেবা, খুচরো বিক্রেতা রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশের সম্পদের মূল্য এখন ১০ হাজার ৩০০ কোটি ডলার। বন্দর এবং বিদ্যুৎ শিল্প সংস্থা আদানি গ্রুপের প্রধান গৌতম মোট সম্পদে অম্বানিকে ছুঁতে না পারলেও গত এক বছরে তার মোট সম্পদ ১৫৩ শতাংশ বেড়েছে। এখন আট হাজার ১০০ কোটি ডলারের সম্পত্তির অধিকারী গৌতম। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬ লাখ ১৬ হাজার কোটি রুপি। 

পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে অম্বানীর সম্পত্তি যেখানে ৪০০ শতাংশ বেড়েছে, সেখানে আদানির সম্পত্তি বেড়েছে ১ হাজার ৮৩০ শতাংশ।

২০২১ সালে এক পরিসংখ্যানে দেখা গেছে, এইচসিএল সংস্থার শিব নাদারের সম্পত্তি ২ হাজার ৮০০ কোটি ডলার বেড়েছে। সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালার সম্পদ বেড়েছে ২ হাজার ৬০০ কোটি ডলার। ইস্পাত শিল্পপতি লক্ষ্মী মিত্তলের সম্পদ বেড়েছে ২ হাজার ৫০০ কোটি ডলার। সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2