এবারের মেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি

এবারের অমর একুশে বইমেলায় সাড়ে ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ১৭ গুণ বেশি।
বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে অমর একুশে বইমেলা ২০২২ এর সমাপনী অনুষ্ঠানে বইমেলা আয়োজক কমিটিরর সদস্য সচিব ও বাংলা একাডেমি পরিচালক ড. জালাল আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, এবারের মেলায় কেবল বাংলা একাডেমির ১ কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মোট বই বিক্রি হয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকার।
আরও পড়ুন:
প্রকাশকদের হিসাব অনুযায়ী গত বছর মেলায় তিন কোটি টাকার বই বিক্রি হয়েছিল। সে অনুযায়ী এবার ১৭ গুণ বেশি টাকার বই বিক্রি হয়েছে।
জালাল আহমেদ বলেন, এবারের মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই বিক্রি হয়েছে। মেলায় মোট প্রকাশ হয়েছে ৩ হাজার ৪১৬টি বই। এর মধ্যে মানসম্পন্ন বই নির্বাচিত হয়েছে ৯০৯টি, যা পুরো বইয়ের ২৬ ভাগ। ২০২০ সালে এই হার ছিল ১৫ ভাগ।
বিভি/এইচএস/এজেড
মন্তব্য করুন: