• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৯ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমছে 

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:১৩, ২৫ মার্চ ২০২২

ফন্ট সাইজ
৯ ব্যাংকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমছে 

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের ৩৩ কোম্পানির মধ্যে জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ৯টি ব্যাংকে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই তালিকায় শীর্ষ রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। দ্বিতীয় অবস্থানে এনআরবিসি ব্যাংক এবং উত্তরা ব্যাংক রয়েছে তৃতীয় স্থানে। 

ডিএসই’র তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার চিত্র নিম্নে তুলে ধরা হলো-

ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৯.১৭ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ১৮.৫৩ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৬৩ শতাংশ। 

এনআরবিসি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩.১২ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ২.৬২ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৫০ শতাংশ।

উত্তরা ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৩০.৯৮ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ৩০.৬১ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৩৭ শতাংশ।

ইউনিয়ন ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৭.৩০ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ৬.৯৫ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.৩৫ শতাংশ।

এবি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৩.৮৭ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ২৩.৬১ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.২৬ শতাংশ।

ইসলামি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৫.৪২ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ১৫.২৯ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.১৩ শতাংশ।

স্যোসাল ইসলামি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ৪৮.৩৩ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ৪৮.২০ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.১৩ শতাংশ।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২২.৮৩ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ২২.৭৫ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.০৮ শতাংশ।

আল আরাফাহ ইসলামি ব্যাংক: ব্যাংকটিতে জানুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৯.৪০ শতাংশ ফেব্রুয়ারি মাসে তা কমে অবস্থান করছে ২৯.৩৩ শতাংশে। অর্থাৎ এক মাসে ব্যাংকটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ০.০৭ শতাংশ।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2