• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চলতি বছরের পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
চলতি বছরের পুঁজিবাজারে সর্বনিম্ন লেনদেন

একদিনের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেন আরও কমে গেছে। বুধবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের তথ্য থেকে জানা গেছে ডিএসইতে আজ বছরের সর্বনিম্ন লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৪৯০ কোটি টাকা। এখন পর্যন্ত এটিই চলতি বছরের সর্বনিম্ন লেনদেন। 

চলতি সপ্তাহের বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (৫ এপ্রিল) ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা। সোমবার (৪ এপ্রিল) ডিএসইতে আজ ৬২০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রবিবার (৩ এপ্রিল) ডিএসইতে ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এর আগে চলতি বছরের ১৫ মার্চ লেনদেন হয়েছে সর্বনিম্ন ৫৫৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।

এদিকে কয়েক দিন ধরে বেশির ভাগ শেয়ারের দরপতন ঘটছে। এতে কিছু কিছু কোম্পানির শেয়ারের ক্রেতা সংকট দেখা দিয়েছে। দিনের সর্বনিম্ন দামেও কিছু কোম্পানির শেয়ারের ক্রেতা মিলছে না। এ কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে চেয়েও বিক্রি করতে পারছেন না।

ডিএসইতে এদিন হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানেরই দরপতন হয়েছে। এদিন ঢাকার বাজারে ৩৭৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়। তার মধ্যে ২৯৩টি বা ৭৮ শতাংশেরই দরপতন হয়েছে। দাম বেড়েছে কেবল ৪৪টি বা ১২ শতাংশের আর অপরিবর্তিত ছিল ৩৮টি বা ১০ শতাংশের দাম। শেয়ারের দরপতনের পাশাপাশি কমেছে সূচকও। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এদিন ৩২ পয়েন্ট কমে নেমে এসেছে ৬ হাজার ৬৬২ পয়েন্টে।

পুঁজিবাজারের লেনদেনকারী একাধিক ব্রোকারেজ  হাউসের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে এ মুহূর্তে বিনিয়োগ খরা চলছে। প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীদের বড় অংশই এখন বাজারে সক্রিয় নয়। আবার শেয়ারের দাম কমে যাওয়ায় অনেকের টাকা আটকে গেছে। ফলে তাঁরাও বাজারের নিয়মিত লেনদেনে সক্রিয় হতে পারছেন না। এ কারণে বাজারে মন্দাভাব দেখা দিয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2