রিজার্ভ চুরির মামলা মার্কিন আদালতে খারিজ

চুরি হওয়া রিজার্ভের একটি অংশ ফেরত আনতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংক ও ব্লুমবেরি রিসোর্টসের বিরুদ্ধে করা বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ করে দিয়েছে নিউইয়র্ক সুপ্রিম কোর্ট। এখতিয়ার না থাকার কথা উল্লেখ করে ৮ এপ্রিল মামলাটি খারিজ করা হয়। এদিকে,তথ্য যাচাই করতে প্রতিবেদনটি আইনজীবীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১২ এপ্রিল) মামলা খারিজের বিষয়টি জানায় ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম এনকোয়ারার ডটনেট।
সোমবার মামলা খারিজের বিষয়টি ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে অবহিত করে ব্লুমবেরি। রিজাল ব্যাংক ও ব্লুমবেরি ছাড়াও সোলারি রিসোর্ট ও ক্যাসিনো নামে আরেকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা বাংলাদেশের মামলাও খারিজ করা হয়েছে বলে জানিয়েছে এনকোয়ারার। ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। এখন পর্যন্ত চুরি যাওয়া অর্থের তিন কোটি ৪৬ লাখ ডলার উদ্ধার হলেও পাওয়া যায়নি বাকি অর্থ। এই ঘটনায় প্রতারণা ও অর্থ লোপাটে সহযোগিতার অভিযোগে আরসিবিসি ও ব্লুমবেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২০২০ সালে মামলাটি করেছিলো বাংলাদেশ ব্যাংক।
বিভি/এএন
মন্তব্য করুন: