হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

পহেলা বৈশাখ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
তবে শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছে হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।
তিনি জানান, বাংলা নববর্ষ উপলক্ষে আজ সকাল থেকে ভারত থেকে সকল প্রকার পণ্য আমদানি বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও হিলি স্থলবন্দর বন্ধ থাকবে। শনিবার থেকে আমদানি-রফতানি শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, সরকারি ছুটিতে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন টেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করতে পারবেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: