শেয়ার দর কমার সীমা ৫ শতাংশ নির্ধারণ

বিএসইসি ভবন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দর এখন থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আগামীকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) থেকে যেকোন সিকিউরিটিজের শেয়ার দর সর্বনিম্ন ৫ শতাংশ পর্যন্ত কমতে পারবে।
বুধবার (২০ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম সই করা এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, শেয়ার দরের সর্বোচ্চ সীমা এবং অন্যান্য শর্তাবলী আগের মতোই অপরিবর্তীত থাকবে। শুধুমাত্র পূর্ববতী কার্যদিবসের ক্লোজিং প্রাইসের সর্বনিম্ন ৫ শতাংশ পর্যন্ত শেয়ার দর কমতে পারবে।
এর আগে গত ৮ মার্চ দর কমার সর্বোচ্চ সীমা ১০ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করেছিল কমিশন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: