শিল্পকারখানায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার

শিল্পকারখানায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) থেকে আগের মতো নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন পেট্রোবাংলা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিল্পগ্রাহকদের বিকেল পাঁচটা থকে রাত নয়টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করা হলো।
এদিকে পবিত্র রমজানের শুরু থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত সিএনজি স্টেশন থেকে ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পেট্রোবাংলা। এ হিসাবে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকছে সিএনজি স্টেশনে।
গত ১২ এপ্রিল থেকে দিনে চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এভাবে ১৫ দিন চলবে বলা হলেও ১০ দিন পর গ্যাস বন্ধ রাখার সিদ্ধান্ত তুলে নেওয়া হলো।
বিভি/এইচএস
মন্তব্য করুন: