ঈদের আগেই বাজার গরম: ভোজ্যতেলের সংকট, গরুর গোশত ৭শ’

আবার কারসাজি ভোজ্যতেলের বাজারে। পাম অয়েলের সবচেয়ে বড় রপ্তানিকারক ইন্দোনেশিয়া রপ্তানি বন্ধ করে দেয়ায় দেখা দিয়েছে অরাজকতা। আবারো তৈরি হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট। এরই মাঝে একশ্রেণীর সিন্ডিকেটের কবলে তেলের বাজার।
ক্রেতারা বলছেন সয়াবিনের সাথে বাধ্যতামূলক সরিষার তেল না কিনলে মিলছে না নিতপ্রয়োজনীয় এই পণ্যটি। বিক্রেতারা বলছেন বাধ্য হয়েই সিন্ডিকেটের কবলে তারা। এমন বাধ্যবাধকতায় ক্ষুব্ধ ক্রেতারা।
এদিকে ঈদ উৎসবকে সামনে রেখে আরেকদফা বেড়েছে পোলাও চালের দাম। স্বস্তি নেই পোলাও চালের বাজারে। উৎসবকে সামনে রেখে বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। বাড়তি দামে বিক্রি হচ্ছে লাচ্ছা ও চিকন সেমাইয়ের দাম। বাজার মনিটরিংয়ের দাবী ক্রেতারদের।
একই অবস্থা মুরগির বাজারেও। কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। গেল সপ্তাহের তুলনায় সোনালী মুরগীর দাম বেড়েছে প্রতি পিসে ৩০ থেকে ৪০ টাকা। বাড়তি ব্রয়লারের দামও।
অস্থিরতা কাজ করছে গরুর গোশতের বাজারেও। সরবরাহের অজুহাতে কেজিতে আবার ৫০ টাকা বাড়িয়ে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর গোশত।
বিভি/এজেড
মন্তব্য করুন: