তিনমাস পর দাম কমলো এলপি গ্যাস সিলিন্ডারের

এলপি গ্যাসের সিলিন্ডার
তিন মাস দাম বাড়ার পর অবশেষে রান্নার এলপি গ্যাসের (তরল পেট্রোলিয়াম গ্যাস) দাম প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা কমিয়েছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৫ মে) অনলাইনে বিইআরসি আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ নতুন দাম কার্যকর করা হবে।
চলতি মে মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ১১৯ টাকা ৯৪ পয়সা থেকে কমিয়ে ১১১ টাকা ২৬ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি কেজিতে ৮ টাকা ৬৮ পয়সা দাম কমেছে। এতে প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৯ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৩৩৫ টাকা হয়েছে।
আরও পড়ুন:
- কুসিকসহ স্থানীয় নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ ১১ মে
- ছোট বেলায় অনেক মজা পেতাম, এখন কোনো মজা নেই: ‘অন্তরা’
কমেছে অটোগ্যাসের দামও
একই সঙ্গে কমানো হয়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও যা অটোগ্যাস নামে প্রচলিত।
আন্তর্জাতিক বাজারের দাম এবং ডলারের বিপরীতে টাকার মূল্যায়নের ওপর নির্ভর করে এই দাম নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মে মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ২ পয়সা থেকে কমিয়ে ৬২ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিভি/এইচএস
মন্তব্য করুন: