সাবেক অর্থমন্ত্রী মুহিতের জন্য দোয়া মাহফিল শনিবার

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শনিবার ঢাকার গুলশানের কেন্দ্রীয় (আজাদ) মসজিদে জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের সকল সদস্য, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য তার পরিবার বিনীতভাবে অনুরোধ করছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশের ভাষা আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ, একজন মুক্তিযোদ্ধা, সিলেট ১-এর সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী।
২০২২ সালের ৩০ এপ্রিল মধ্যরাতে তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সিলেটের রায়নগরে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবুল মাল আবদুল মুহিত তার স্ত্রী সাবিয়া মুহিত, মেয়ে সামিনা, ছেলে শাহেদ ও সামিরসহ পরিবারের বিপুল সংখ্যক সদস্য, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন।
বিভি/এইচএস
মন্তব্য করুন: