• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

লফিয়ে বাড়ছে পুঁজিবাজারে লেনদেন, আজ ছাড়ালো হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৮, ৯ মে ২০২২

ফন্ট সাইজ
লফিয়ে বাড়ছে পুঁজিবাজারে লেনদেন, আজ ছাড়ালো হাজার কোটি

ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দীর্ঘ প্রায় দেড় মাস পর এক হাজার কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। সোমবার (৯ মে) ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২০৮ কোটি ৩১ লাখ টাকা। 

এর আগে গত ৩১ মার্চ লেনদেন হয়েছিল ১ হাজার ১১৬ কোটি ৯৪ লাখ টাকার। এর পর থেকে ১ হাজার কোটির নিচেই লেনদেন হচ্ছিল ডিএসইতে। রবিবার (৮ মে) লেনদেন হয়েছিল ৯৭২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

সোমবার টেক্সটাইল, আইটি, প্রকৌশল, ওষুধ ও বিমা খাতের অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এছাড়া, খাদ্য, তেল ও বিদ্যুৎ, আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানির শেয়ারের দরও ঊর্ধ্বমুখী ছিল।

আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৯৮ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৪ এবং ডিএস৩০ সূচক দশমিক ১৪ পয়েন্ট বেড়ে পৌঁছায় ২ হাজার ৪৪৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪২টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2