রপ্তানিতে নতুন পণ্যঃ গাছের চারা যাচ্ছে মধ্যপ্রাচ্য

সমুদ্রপথে গাছের চারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। কাতারের পর এবার সংযুক্ত আরব আমিরাতে গেলো বিভিন্ন প্রজাতির সাড়ে চার হাজার আমের চারা। অপ্রচলিত এ পণ্যে উন্মোচন হলো বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ ।
ক্ষীরসা, রুপালি, সূর্যডিম, বারি, গোরমাতিসহ ১২ জাতের আমের চার হাজার ছয়শ ৬০ টি চারা প্রথমবারের মতো রপ্তানি হচ্ছে আরব আমিরাতে। নার্সারী থেকে ট্রাকে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গার ওসিএল ডিপো থেকে চারাগুলো একটি হিমায়িত কনটেইনারে ভরে জাহাজীকরন করছে কুমিল্লার বিজরা এন্টারপ্রাইজ। বৈদেশিক মুদ্রায় এসব গাছের চারার মূল্য ১৬ হাজার তিনশ ১০ মার্কিন ডলার। চারাগুলো আমদানি করছে আরব আমিরাতের ফুজাইরাহ’র প্রতিষ্ঠান আবু সুহাইল নার্সারি।
কুমিল্লা লাকসামের বিজরা এন্টারপ্রাইজের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুল আলম বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন নির্দেশনা মেনেই রপ্তানি হচ্ছে চারা গাছ ।
কৃষিবিদরা বলছেন, অর্থনৈতিক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২১ সালে প্রথমবার সমুদ্রপথে সাড়ে ৭ হাজার গাছের চারা রপ্তানি হয়েছিল কাতারে। ক্যারিয়ার গড়তে শিক্ষিত বেকারদের নার্সারী গড়ে তোলার পরামর্শ উদ্ভিদ বিশেষজ্ঞদের।
রপ্তানির এ খাত বিশ্ব বাজারে বাংলাদেশকে নতুন পরিচিতি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিভি/রিসি
মন্তব্য করুন: