পুঁজিবাজারে অপপ্রচারের প্রভাব, সূচকের বড় পতন

দেশের পুঁজিবাজারে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচারের প্রভাব পড়েছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবসে সূচকের আবারও বড় পতন ঘটেছে। এ দিন সূচক ৭৩ পয়েন্ট কমে লেনদেন হয়েছে এক হাজার ১৩৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় প্রায় ১০০ কোটি টাকা কম।
বাজার সংশ্লিষ্টদের ধারণা, বুধবার (১১ মে) শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয়ে মনস্তাত্ত্বিক প্রভাব পড়েছে আমাদের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে। বাংলাদেশের অর্থনীতিও বিপাকে পড়বে বলে সামাজিকমাধ্যমে যেসব অপপ্রচার চলছে, তার প্রভাব পড়েছে বিনিয়োগকারীদের মধ্যে।
আজ রোজার আগের মতোই এক দিনে তিন শতাধিক শেয়ারের দরপতনের স্মৃতিও ফিরে এসেছে। একগুচ্ছ কোম্পানি দরপতনের সর্বোচ্চ সীমার কাছাকাছিতে নেমে লেনদেনের বিষয়টিও দেখা গেল বেশ কিছুদিন পর। দিন শেষে ৩৫টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে কমেছে ৩২৩টির দর। অপরিবর্তিত থাকে ২১টির।
ঢালাও পতনের দিনে বস্ত্র খাতে ৫৪টি কোম্পানির দরপতনের বিপরীতে বেড়েছে কেবল তিনটির, সাধারণ বিমা খাতের ৩৭টি কোম্পানির দর পতনের বিপরীতেও তিনটির, প্রকৌশল খাতে ৩৮টি কোম্পানির দরপতনের বিপরীতে কেবল দুটির, ব্যাংক খাতের ২৩টির দর পতনের বিপরীতে দুটির দর বেড়েছে।
এদিকে ডিএসইতে আজ টাকার অংকে লেনদেন হয়েছেন এক হাজার ১৩৫ কোটি টাকা। যা আগের দিন ছিলো এক হাজার ২৫৮ কোটি টাকা।
আজ দর বৃদ্ধির শীর্ষ দশে ছিলো
বিডি ফাইনান্স, ইমাম বাটন, এসিআই ফর্মুলেশন,আরডি ফুড, বঙ্গজ, সিভিও পেট্রো ক্যামিকেল,পদ্মা লাইফ, জিকিউ বলপেন, ডেফোডিলস কম্পিউটার এবং আমান ফিড।
এদের মধ্যে বিডি ফাইনান্সের শেয়ারদরে যোগ হয়েছে ৬.৯৬ শতাংশ। আগের দিন দর ছিল ৪৩ টাকা ১০ পয়সা। সেটি বেড়ে হয়েছে ৪৬ টাকা ১০ পয়সা।
দ্বিতীয় অবস্থানে থাকা ইমাম বাটনের শেয়ারদরে যোগ হয়েছে ৬.৯৫ পয়েন্ট। এই কোম্পানিটির শেয়ারদর টানা তিন দিন পাঁচ শতাংশ বা কাছাকাছি দর কমেছিল।
তৃতীয় অবস্থানে থাকা এসিআই ফর্মুলেশনের দর বেড়েছে ৬.৫ পয়েন্ট। দিনের শুরুতে বেড়েছিল ১০ শতাংশের মতো। আগের দুই দিন কোম্পানটির দর ২০ শতাংশের বেশি বেড়েছিল।
চতুর্থ অবস্থানে থাকা আরডি ফুডের দর ৪.৭৫ শতাংশ বেড়েছে। আগের দিন দর ছিল ৫৬ টাকা ৮০ পয়সা। সেটি বেড়ে হয়েছে ৫৯ টাকা ৫০ পয়সা।
এছাড়া বঙ্গজের দর ৩.২০ শতাংশ, সিভিও পেট্রো ক্যামিকেলের দর ২.৯২ শতাংশ, পদ্মা লাইফের দর ২.০৩ শতাংশ, জিকিউ বলপেনের দর ১.৯৬ শতাংশ, ডেফোডিলস কম্পিউটারের দর ১.৭৩ শতাংশ এবং আমান ফিডের দর বেড়েছে ১.৬৭ শতাংশ।
দর পতনের শীর্ষ দশে যেসব কোম্পানি
এশিয়া ইন্স্যুরেন্স, জেএমআই হসপিটাল, জেমিনি সি ফুড, পেপার প্রসেসিং, মনস্পুল পেপার, প্রগতি ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার, ইউনিক হোটেল, তমিজউদ্দিন টেক্সটাইল এবং ইস্টার্ন হাউজিং।
এক দিনে দরপতনের সর্বোচ্চ সীমা ৫ শতাংশ হলেও এশিয়া ইন্স্যুরেন্সের দর এরচেয়ে বেশি কমতে পেরেছে এর লভ্যাংশ সংক্রান্ত ঘোষণার কারণে কোম্পানিটি শেয়ার প্রতি দেড় টাকা লভ্যাংশ ঘোষণার পর এর লেনদেনে কোনো মূল্যসীমা ছিল না।
এই লভ্যাংশ বিনিয়োগকারীদের মনঃপুত না হওয়ার পর দর কমেছে ৬.৩৭ শতাংশ। আগের দিন লেনদেন হয়েছিল ৭২ টাকা ২০ পয়সায়, সেটি নেমে এসেছে ৬৭ টাকা ৬০ পয়সা।
পুঁজিবাজারে তালিকাভুক্তির পর উড়তে থাকা জেএমআই হসপিটালের দর কমেছে ৫ শতাংশ। টানা বাড়তে থাকা কোম্পানিটির দর আগেরদিনও প্রায় সম হারে কমেছিল।
এছাড়া জেমিনি সি ফুডের দর ৪.৯৮ শতাংশ, পেপার প্রসেসিংয়ের দর ৪.৯৬ শতাংশ, মনস্পুল পেপারের দর ৪.৯৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের দর ৪.৯৪ শতাংশ, জিলবাংলা সুগারের দর ৪.৯২ শতাংশ, ইউনিক হোটেলের দর ৪.৮৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের দর ৪.৭৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের দর ৪.৭২ শতাংশ, কমেছে। আরও ২৩টির দর ৪ শতাংশের বেশি, ৫০টির দর ৩ শতাংশের বেশি এবং ৯৬টির দর কমেছে ২ শতাংশের বেশি।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদত্যাগ করার পর দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। পদত্যাগী সরকারের মন্ত্রী, সংসদ সদস্যদের ওপর হামলা চলছে।
অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার কোনো তুলনাই চলে না। এমনকি দাতা সংস্থা এডিবিও বলেছে, করোনার প্রভাব কাটিয়ে বিশ্বে যে কয়টি অর্থনীতি সবচেয়ে ভালো করেছে, বাংলাদেশ তার মধ্যে একটি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: