হজ যাত্রীদের জন্য ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক

ফাইল ছবি
হজের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংকের শাখা-উপশাখাসমূহ আগামী ২১ মে তারিখ পর্যন্ত ছুটির দিনও পূর্ণ দিবস খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনা বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ১৬ মে জারি করা প্রজ্ঞাপনের প্রেক্ষিতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাসমূহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক আগামী ২১ মে ২০২২ পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।
বিভি/এইচএস
মন্তব্য করুন: