বাজেটের সব তথ্য পাবেন যেভাবে

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন আজ। এবারের বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকা। করোনা মহামারির ধাক্কার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে চান অর্থমন্ত্রী। নিত্যপণ্যের উর্দ্ধমুখী দামের সংকটে নিম্ন ও মধ্য আয়ের অসহনীয় মূল্যস্ফীতির সেই চাপ থেকে সুরক্ষায় বাজেট তাই ঢেলে সাজাচ্ছেন অর্থমন্ত্রী। তার বাজেট পরিকল্পনার বড় অংশ পরিবহন, বিদ্যুৎ-জ্বালানি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ঘিরে।
অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের বাজেটে অগ্রাধিকার পাবে দেশের প্রান্তিক জনগোষ্ঠী। ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এবারের বাজেট প্রণীত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত পরিস্থিতির সমন্বয়ে। এবারের বাজেটে সংগত কারণেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ, কর্মসংস্থান, শিক্ষা খাতসহ বেশ কিছু খাতে।
বাজেটকে অধিকতর অংশগ্রহণমূলক করার লক্ষ্যে অর্থ বিভাগের ওয়েবসাইট -এ বাজেটের তথ্য ও গুরুত্বপূর্ণ দলিল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে। দেশ বা বিদেশের যেকোনো স্থান থেকে ওয়েবসাইটের মাধ্যমে ফিডব্যাক ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। জাতীয় সংসদে বাজেট অনুমোদনের সময়ে ও পরবর্তীকালে তা কার্যকর করা হবে। নিম্নলিখিত সরকারি ওয়েবসাইট লিংকের ঠিকানায় বাজেটসংক্রান্ত তথ্য পাওয়া যাবে:
https://nbr. gov.bd,
https://plandiv.gov.bd,
https://imed.gov.bd,
https://www.dpp.gov.bd,
https://pmo.gov.bd।
মন্তব্য করুন: