শনিবার খোলা থাকবে ব্যাংক

ফাইল ছবি
ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে হজের কার্যক্রমের সঙ্গে সংশ্নিষ্ট ব্যাংকের শাখা শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ২৮ মে শনিবারও হজ সংশ্নিষ্ট শাখা খোলা রাখা হয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, হজ কার্যক্রমে সংশ্নিষ্ট শাখা ১১ জুন শনিবার সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখতে হবে। সীমিত লোকবল নিয়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখতে বলা হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৮ জুনের চিঠির পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ২৮ মে শনিবারও হজ সংশ্নিষ্ট ব্যাংক শাখা খোলা ছিল।
সংশ্নিষ্টরা জানান, এজেন্সিগুলোর বকেয়া টাকা আদায়সহ বিভিন্ন কারণে শাখা খোলা রাখার প্রয়োজন পড়ে। গত ৫ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার আগে পাসপোর্ট এনডোর্সমেন্ট, ডলার বা সৌদি রিয়াল কেনাসহ বিভিন্ন কারণে ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয়।
বিভি/এইচএস
মন্তব্য করুন: