• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‌‘পুঁজিবাজারে পুরুষের তুলনায় বেশি ভূমিকা রাখতে পারেন নারীরা’

প্রকাশিত: ১৯:১২, ১৪ জুন ২০২২

আপডেট: ১৬:৩৫, ১৫ জুন ২০২২

ফন্ট সাইজ
‌‘পুঁজিবাজারে পুরুষের তুলনায় বেশি ভূমিকা রাখতে পারেন নারীরা’

‘শৃঙ্খলা ও ধৈর্যশীল গুণাবলীর কারণে পুঁজিবাজারে নারীরা পুরুষের তুলনায় বেশি ভূমিকা রাখতে পারেন। এজন্য পুঁজিবাজারের নারীদের আরো প্রশিক্ষিত হতে হবে’ বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। 

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির ভবনে শতাধিক নারী বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন। 

কমিশনার শামসুদ্দিন আহমেদ বলেন, দেশের শেয়ারবাজার বড় হচ্ছে তবে পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারী আসছেন না। প্রশিক্ষণপ্রাপ্ত নারী বিনিয়োগকারী আসলে তাদের বিনিয়োগের ঝুঁকি অনেক কমে আসবে। শৃঙ্খলা ও ধৈর্যশীল গুণাবলীর কারণে পুঁজিবাজারে নারীরা পুরুষের তুলনায় বেশি ভূমিকা রাখতে পারেন। এজন্য পুঁজিবাজারের নারীদের আরো প্রশিক্ষিত হতে হবে। নারীদের প্রয়োজনীয় ব্যবসায়িক প্রশিক্ষণ দেয়ার জন্য সব সময়ই প্রস্তুত বিএসইসি।

তিনি আরো বলেন, শেয়ারবাজারকে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দিতে কাজ করছে বিএসইসি। এজন্য চলতি মাসেই আমরা ময়মনসিংহে কর্মশালার আয়োজন করেছি। 

উল্লেখ, দেশে নারী বিনিয়োগকারী সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৯৪১টি বিও অ্যাকাউন্ট রয়েছে। যার গ্রোথ মাত্র ২ দশমিক ০৯ শতাংশ। কিন্তু গত তিন বছরে পুঁজিবাজারে নারী বিনিয়োগকারীদের সংখ্যা কমে দাঁড়িয়েছে ২১ শতাংশে। যা ২০১৭ সালে ছিলো ৩০ শতাংশ। 

বিআইসিএম-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মাহমুদা আক্তার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসইসির প্রথম নারী কমিশনার ড. রুমানা, খুজেস্তা নূর-ই-জান্নাত ম্যানেজিং ডিরেক্টর মর্ডান সিকিউরিটিজ, তানিয়া শারমিন ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সিএপিএম এডভাইজারী লিমিটেড,  কামরুল নাহার ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও  এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকু্যয়েটি ম্যানেজম্যান্ট লিমিটেড।

বিভি/এইচএস/রিসি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2