ব্যাংকে পড়ে থাকা অলস প্রভিডেন্ট ফান্ড পুঁজিবাজারে ব্যবহার সম্ভব

বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৬’শ কোটি টাকার প্রভিডেন্ট ফান্ড অলস পড়ে রয়েছে। এই বিপুল পরিমাণ ফান্ড যদি পুঁজিবাজার ব্যবহার করতে পারি তবে বাজার অনেক উপকৃত হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।
বুধবার (২২ জুন) ইনভেস্টমেন্ট ফিজিবিলিটি অফ দি রিজিস্টার্ট রিকগনাইজ প্রভিডেন্ট পেনশন এন্ড গ্যাজুয়েট ফান্ড (আরপিপিজিএফ) ফর আইপিও এর উপর গণশুনানিতে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আয়োজিত গণশুনানিতে তিনি বলেন, তালিকাভুক্ত ২০ প্রতিষ্ঠানে প্রায় ৫৫ মিলিয়ন ডলার রয়েছে। যার ২৫ শতাংশ আমরা পুঁজিবাজারে ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করতে পারলে পুঁজিবাজার অনেক সম্প্রসারিত হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ সকল সেক্টরে প্রভিডেন্ট ফান্ড সহ বিভিন্ন ফান্ডের টাকা রয়েছে।এই অর্থগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে কোন বাধা নেই বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
ডিএসই চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, বাংলাদেশ ৬০ ব্যাংক রয়েছে। এসব ব্যাংকের প্রায় ১০ হাজার শাখা রয়েছে। একই সাথে অনেকগুলো আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এ প্রতিষ্ঠানগুলোতে যে প্রভিডেন্ট ফান্ড রয়েছে সে অর্থ যদি পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারি তাহলে বাজার অনেক উপকৃত হবে।
তিনি আরো বলেন, আমরা বাজার সম্প্রসারণের লক্ষ্যে যেভাবে কাজ করছি তা অনেকাংশেই পূর্ণ হবে যদি প্রভিডেন্ট ফান্ড বাজারে বিনিয়োগের জন্য নিয়ে আসতে পারি।
বিভি/এইচএস
মন্তব্য করুন: