আরেক দফা দাম বেড়েছে শশা, টমেটো, বেগুনের

শশা, টমেটো বেগুনের দাম আরেক দফা দাম বেড়েছে। দু-এক বা পাঁচ-দশ টাকা নয়, কেজিতে ২০ থেকে ৫০ টাকা দাম বেড়েছে এসব কাঁচাপণ্যের। দাম বৃদ্ধির অজুহাত হিসেবে ‘বন্যায় সরবরাহ কম’ বলছে বিক্রেতারা। সবজির সঙ্গে বেড়েছে চালের দামও। কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের চালের দাম। বাড়তি মাছের দামও।
দেশের ডজনখনেক জেলায় চলছে ভয়াবহ বন্যা। যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। এক সপ্তাহের ব্যবধানে টমেটো ১২০ টাকা থেকে ১৬০ টাকা, শশা ৫০ টাকা থেকে ৬০ টাকা, বেগুন ৬০ টাকা থেকে ৮০ টাকা, পেয়াজ ৪০ টাকা থেকে ৫০ টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা।
মাছের বাজারে বেশিরভাগ মাছ কিনতে ৫০ থেকে ১০০ টাকা বেশি গুণতে হচ্ছে ক্রেতাদের। মাছ বিক্রেতারাও সরবরাহ কমের অজুহাত দিচ্ছে।
আরেকদফা দাম বেড়েছে চালের। বেশিরভাগ চাল বিক্রি হচ্ছে কেজিতে ২ টাকা বেশি দরে। দশটাকা বেশি দরে পেয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
মুরগির বাজারে উর্ধ্বমূল্যে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকা পিস।
বিভি/এনএ
মন্তব্য করুন: