• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফের চাল আমদানিতে শুল্ক কমলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ২৪ জুন ২০২২

আপডেট: ১৬:১২, ২৪ জুন ২০২২

ফন্ট সাইজ
ফের চাল আমদানিতে শুল্ক কমলো

দেশের প্রধান খাদ্যপণ্য চালের দাম বাড়ছে। এ অবস্থায় বাজারে পণ্যটির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতের মাধ্যমে দাম সহনীয় এবং মজুত বাড়াতে আমদানি শুল্ক আবার কমিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চালের আমদানি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬২ দশমিক ৫ শতাংশ। তবে আগাম কর ৫ ও আগাম আয়কর ৫ শতাংশ বহাল রয়েছে। সব মিলিয়ে এখন থেকে চাল আমদানিতে ২৫ দশমিক ৭৫ শতাংশ শুল্ক দিতে হবে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাবেন আমদানিকারকরা। তবে আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে।

গত বছরের আগস্টে এক প্রজ্ঞাপনে একইভাবে চালের আমদানি শুল্ক কমায় সরকার। ওই সময় ৩১ অক্টোবর পর্যন্ত কম শুল্কে আমদানির সুযোগ দেওয়া হয়। নভেম্বর থেকে ফের আগের মতো ৬২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়। কিন্তু বেসরকারি আমদানিকারকরা আর চাল আমদানি করেননি।

সরকারি বাণিজ্যিক সংস্থার টিসিবির তথ্য অনুযায়ী, রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি মোটা চাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্রি হয়েছে ৪৮ থেকে ৫৩ টাকায়। সরু ও মাঝারি মানের চাল ৬৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে। 

খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২০২১ অর্থবছরে সরকারি-বেসরকারি পর্যায়ে ১৩ লাখ ৫৯ হাজার টন চাল আমদানি হলেও ২০২১-২০২২ অর্থবছরে বেসরকারি পর্যায়ে কোনো চাল আমদানি হয়নি।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2