• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মন্দায় পড়তে যাচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো:রিপোর্ট

প্রকাশিত: ১৬:২২, ৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
মন্দায় পড়তে যাচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো:রিপোর্ট

বর্তমান বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলো আগামী ১২ মাসের মধ্যে মন্দায় পড়তে যাচ্ছে। জাপান ভিত্তিক নোমুরা হোল্ডিংস কর্পোরেশন তাদের এক প্রতিবেদনে এ কথা বলেছে। বেহিসাবি খরচ বৃদ্ধি ও সরকারগুলোর কড়া নীতিকে পরিস্থিতির জন্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর: ব্লুমবার্গ।

নোমুরা হোল্ডিংসয়ের বরাত দিয়ে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি মন্দার মধ্যে প্রবেশ করতে যাচ্ছে, যার অর্থ দেশগুলো আর প্রবৃদ্ধির জন্য রফতানিতে প্রত্যাবর্তনের উপর নির্ভর করতে পারে না। যে কারণে ধারণা করা হচ্ছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্র মন্দায় পড়তে পারে। এতে বৈশ্বিক অর্থনীতি ঝুঁকিতে পড়বে।

মন্দাগুলো এক এক অর্থনীতিতে এক এক রকমের হবে। যুক্তরাষ্ট্রে একটি দীর্ঘ মন্দা দেখা দিতে পারে। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিলে ইউরোপে আরও বড় আকারের মন্দা দেখা দেবে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2