• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কোরবানির ঈদ উপলক্ষে দেশে রেমিট্যান্সের ঢল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৬, ৭ জুলাই ২০২২

আপডেট: ২১:৪৭, ৭ জুলাই ২০২২

ফন্ট সাইজ
কোরবানির ঈদ উপলক্ষে দেশে রেমিট্যান্সের ঢল

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংকগুলোতে ঢল নেমেছে প্রবাসীদের পাঠানো রে‌মিট্যান্সের। গত ছয় দি‌নে ৭৪ কো‌টি ১০ লাখ মার্কিন ডলার (প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা) হিসাবে  ৬ হাজার ৯২৪ কোটি ৬৪ লাখ টাকা রেমিট্যান্স পা‌ঠি‌য়ে‌ছেন প্রবাসী বাংলা‌দেশিরা। সে হিসাবে গড়ে প্রতিদিন এক হাজার ১৫৪ কোটি টাকার রেমিটেন্স এসেছে। 

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বাংলাভিশনকে বলেন, কোরবানির ঈদে যেহেতু বড় অংকের টাকা খরচের ব্যাপার আছে সেকারণে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেড়েছে‌। এ ছাড়া এখন টাকার বিপরীতের ডলারের দাম বেশি থাকায় ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন অনেকে। 

এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম।

২০২০-২০২১ অর্থবছরে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এ ছাড়া গত জুন মাসে ১৮৩ কো‌টি ৭২ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা আগের মাসের চেয়ে ৪ কোটি ৮০ লাখ ডলার কম। মে মাসে রেমিট্যান্স এসেছিলো ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ডলারপ্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরও বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এ ছাড়া সরকার আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে রেমিট্যান্সে। এতে ডলারপ্রতি ৯৫-৯৬ টাকা পাচ্ছেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়বে। গত ছয় মাসে আরও ১০ লাখের মতো শ্রমিক বিদেশে গেছেন। তাদের পাঠানো আয় রেমিট্যান্সের খাতকে আরো সম্মৃদ্ধ করবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2