• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১৫:১৯, ১০ অক্টোবর ২০২২

আপডেট: ১৫:২৫, ১০ অক্টোবর ২০২২

ফন্ট সাইজ
বিদ্যুৎ নিয়ে দুঃসংবাদ দিলেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কারণে জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম। তাই আপাতত জ্বালানি তেলের দাম কমার কোনো সম্ভাবনা নেই। তবে, লোডশেডিং আগের চেয়ে কমেছে বলে দাবি করেছেন তিনি। এক্ষেত্রে বড় পরিবর্তন আনতে নভেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।

সোমবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। যদিও এর আগে অক্টোবরে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে বলে জানান প্রতিমন্ত্রী।  

দেশে চলমান লোডশেডিংয়ের বিষয়ে নসরুল হামিদ বলেন, লোডশেডিং আগের চেয়ে কমেছে; তবে এখনও দিনে উৎপাদন ঘাটতি হচ্ছে। এটা নভেম্বরের আগে ঠিক হচ্ছে না। 

বিদ্যুৎ সংশ্লিষ্টরা জানান, দেশে বর্তমানে বিদ্যুতের উৎপাদন ঘাটতি রয়েছে ৩ হাজার ৯৩১ মেগাওয়াট (জ্বালানি স্বপ্লতা) । উৎপাদন হচ্ছে ১৯ হাজার ৫৩৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে (ক্যাটটিভ ব্যতিত)। এছাড়া ৩ হাজার ৪১৪ মেগাওয়াট (কারিগরি ত্রুটি, রক্ষাণাবেক্ষণ/অন্যান)।

প্রতিমন্ত্রী বিদ্যুৎ ব্যবস্থাপনার আরও আধুনিকায়ন প্রসঙ্গে বলেন, বিশ্বব্যাংকের দীর্ঘসূত্রতা ও কোভিড পরিস্থিতির কারণে পিছিয়ে যায় বিদ্যুতের সঞ্চালন ব্যবস্থাপনার আধুনিকায়নের অনেক কাজ। এখনও বিষয়টিতে গুরুত্ব দেয়া হচ্ছে। 

গত ৫ অক্টোবর ডিজেলের দাম কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় চিঠি দেয় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির দাবি, দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত না এলে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে খাতটি, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। 

এছাড়া অর্থনীতিবিদরাও বলে আসছিলেন, রফতানিখাতসহ দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে জ্বালানি তেলের দাম সমন্বয় করার সময় এসেছে। তবে জ্বালানি প্রতিমন্ত্রীর এই বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে যে, আপাতত জ্বালানি তেলের দাম কমানোর কথা ভাবছে না সরকার। 

এর আগে গত ২৮ আগস্ট ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা কমানো হয়। 

নতুন ঘোষণা অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা ও পেট্রোল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আগস্টের ৫ তারিখ রাতে হঠাৎ ঘোষণায় বাড়ে জ্বালানি তেলের দাম। লিটারপ্রতি সর্বোচ্চ ৪৬ টাকা দাম বাড়ানোর প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই হু হু করে বাড়তে থাকে সব পণ্যের দাম। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি তথা বাজারে জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির চাপে সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। এতে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2