ব্যাংক নিয়ে অভিযোগ জানাতে একটি নম্বর দিলো বাংলাদেশ ব্যাংক

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ব্যাংক নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। এসব ষড়যন্ত্রে বিশ্বাস না করে ব্যাংকের আমানত নিশ্চিত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে গ্রাহকের ব্যাংক সম্পর্কে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য একটি নাম্বারও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নাম্বার দেওয়া হয় এবং একটি বিবৃৃতিও জানানো হয়।
সেখানে বলা হয়েছে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নম্বরে কল করে জানালেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাংকের আমানত তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্রমূলক খবর প্রচার হচ্ছে। এ ব্যাপারে সবাইকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে। ব্যাংকিং ব্যবস্থায় তারল্যের কোনো সংকট নেই। স্বাধীনতার ৫১ বছরে দেশে কোনো ব্যাংক বন্ধ হয়নি। আশা করা যায়, আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হবে না। ব্যাংকে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ।
আরও পড়ুন:
বিভি/এজেড
মন্তব্য করুন: