• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১৯, ১১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

চলতি অর্থবছরে দেশে ৬টি ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজন করবে এসএমই ফাউন্ডেশন। প্রথম ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ রাজশাহীতে আগামীকাল ১২ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

রাজশাহী সিটি মেয়র কার্যালয়ের গ্রীন প্লাজা চত্বরে এবারের মেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল ১২ জানুয়ারি সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান (লিটন)। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, মো. আনিসুর রহমান, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, আব্দুল জলিল, জেলা প্রশাসক, রাজশাহী এবং মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান।

মেলার ৬০টি স্টলে ৬০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের উৎপাদিত শুধু দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতিদিন মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার ৪র্থ দিন ১৫ জানুয়ারি, রবিবার বিকাল সাড়ে ৩টায় মেলা প্রাঙ্গণে ‘রাজশাহী বিভাগে এসএমই খাতের উন্নয়নে করণীয়’ সেমিনার অনুষ্ঠিত হবে। 

১৭ জানুয়ারি, মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় মেলা প্রাঙ্গণে ‘এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি বিষয়ে আলোচনা ও ব্যাংকারদের সাথে সংযোগ স্থাপন’ কর্মশালা অনুষ্ঠিত হবে।

১৮ জানুয়ারি, বিকাল ৪টায় রাজশাহী বিভাগীয় এসএমই পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান ও মেলায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ‘শ্রেষ্ঠ স্টল’-এর সনদ প্রদান করা হবে। এছাড়া প্রতিদিন মেলা প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

উল্লেখ্য, ১-৭ ফেব্রুয়ারি বরিশালে, ৫-১১ ফেব্রুয়ারি সিলেটে এবং ১২-১৮ ফেব্রুয়ারি রংপুর বিভাগের দিনাজপুরে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আগামী মার্চ ২০২৩-এ ময়মনসিংহ এবং খুলনায় ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে ‘বিভাগীয় এসএমই পণ্য মেলা ২০২৩-এর সব কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2