পণ্য আমদানিতে ব্যবসায়ীদের ডলার সহায়তা দিবে চার ব্যাংক

রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকে রমজানে দেশে পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী এলসি খোলার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বৈঠকে অনির্ধারিত এজেন্ডায় এই পরামর্শ দেন গভর্নর। এ সংক্রান্ত নির্দেশনা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের জানানো হয়েছে। যা আগে থেকে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারে ব্যবসায়ীরা।
এর আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রমজানে সয়াবিন এবং পাম তেলের ওপর ভ্যাট প্রত্যাহারের মেয়াদ আরো চার মাস বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১২৬-এর উপধারা ১-এর প্রদত্ত ক্ষমতাবলে ২০২২ সালের মার্চের এসআরও সংশোধন করে এ মেয়াদ বাড়ানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানান, চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা বৈঠকে পণ্য আমদানিতে ডলার সহায়তা চেয়েছেন। এর বিপরীতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন গভর্নর।
বিভি/এইচএস
মন্তব্য করুন: