জাকের অ্যান্ড কোং চার্টার্ড একাউন্টকে নিষিদ্ধ করলো বিএসইসি

অপেশাদার আচরণের অভিযোগে অডিট ফার্ম আহমেদ জাকের অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট কোম্পানির বিরুদ্ধে নিরীক্ষার নিষেধাজ্ঞা দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১৮ জানুয়ারি) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ইউনিভার্সেল ফাইন্যান্স সলিউশন লিমিটেড কর্তৃক পরিচালিত অডিট পরিচালনার ক্ষেত্রে অপেশাদার আচরণ করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে জাকের অ্যান্ড কোং চার্টার্ড একাউন্ট কোম্পানি অডিট বিষয়ে বিএসইসিতে শুনানি সময় ডাকা হলেও কোম্পানিটি শুনানিতে হাজির হয়নি।
প্রসঙ্গত, ইউনিভার্সেল ফাইন্যান্স সলিউশন লিমিটেড কর্তৃক পরিচালিত ইউএফএস-ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর শরিয়াহ্ ইউনিট ফান্ড, ইউএফএস পপুলার লাইফ ইউনিট ফান্ড, ইউএফএস পদ্মা লাইফ ইসলামিক মিউচুয়াল ইউনিট ফান্ড এবং ইউএফএস ব্যাংক এশিয়ার।
বিভি/এইচএস
মন্তব্য করুন: