এগারো উপজেলায় বুধবার ব্যাংক বন্ধ

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ওইসব এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আরিফ হোসেন খানের সই করা ওই সার্কলারে বলা হয়েছে।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে।
জাতীয় সংসদের আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), ৩৯ বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), ৪১ বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) এবং ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) শূন্য আসনে বুধবার ভোট অনুষ্ঠিত হবে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সার্কুলার জারি করা হয়েছে।
আরও পড়ুন:
বিভি/এইচএস
মন্তব্য করুন: