• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এগারো উপজেলায় বুধবার ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৩১ জানুয়ারি ২০২৩

আপডেট: ২০:৩৫, ৩১ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
এগারো উপজেলায় বুধবার ব্যাংক বন্ধ

বিএনপির ছেড়ে দেওয়া জাতীয় সংসদের ছয়টি শূন্য আসনে আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য ওইসব এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে। 

কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক আরিফ হোসেন খানের সই করা ওই সার্কলারে বলা হয়েছে। 

বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করা হয়েছে।

জাতীয় সংসদের আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ উপজেলা এবং রাণীশংকাইল উপজেলা (ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ব্যতীত), ৩৯ বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), ৪১ বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর) এবং ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) শূন্য আসনে বুধবার ভোট অনুষ্ঠিত হবে। 

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৯ জানুয়ারির প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সার্কুলার জারি করা হয়েছে।

আরও পড়ুন: 

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2