• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রবাসীদের আয় দেশে পাঠানোর বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
প্রবাসীদের আয় দেশে পাঠানোর বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক

সেবাখাতের আয় বাবদপ্রাপ্ত রেমিটেন্স সম্পর্কে অনলাইনে ঘোষণা (সি-ফরম নামে পরিচিত) ছাড়াই ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রা দেশে আনার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা এর আগে ছিলো ১০ হাজার ইউএস ডলার। তবে,  প্রবাসীরা কোনো প্রকার ঘোষণা ছাড়াই যেকোনো পরিমাণ অর্থ দেশে পাঠাতে পারেন। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার সব অনুমোদিত ডিলার (এডি) শাখায় পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মতে- চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে সেবাখাতের আয় বাবদপ্রাপ্ত রেমিটেন্স সম্পর্কে অনলাইনে ঘোষণার (সি-ফরম নামে পরিচিত) ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছে। সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ইউএস ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় আনা যাবে।

ব্যাংক সংশ্লিষ্টরা জানান, সি-ফরমে ঘোষণা ছাড়াই ২০ হাজার ইউএস ডলার পর্যন্ত আয় প্রত্যাবাসনের সুবিধার ফলে সেবা রপ্তানিকারকেরা অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2