শনিবার ঢাকায় শুরু হচ্ছে ২ দিনব্যাপী কোরিয়ান পণ্য মেলা

কোরিয়ায় উৎপাদিত পণ্য ও সামগ্রী নিয়ে ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শোকেস কোরিয়া-২০২৩’। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনীতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকায় এ মেলার আয়োজন করতে যাচ্ছে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ (কেবিসিসিআই) ও এবং কোরিয়া কমিউনিটি বাংলাদেশ। আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ মেলা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ) রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশে কুরিয়ার এইচ ই লি জং কেউন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কুরিয়া বাংলাদেশের চেম্বার-এর কেবিসিসিআই এর উপদেষ্টা শাহাবুদ্দিন খান।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দুই দিনের এ মেলায় কুরিয়ান সংস্কৃতি ও খাবার তুলে ধরা হবে। মেলায় কোরিয়ার ৪০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত সামগ্রী মেলায় উস্থাপন করা হবে। মেলার বিশেষ আকর্ষণ হিসাবে থাকবে কোরিয়ায় উৎপাদিত বিশেষ ধরনের কার। এ ছাড়াও থাকবে কোরিয়ার মেশিনারিজ, টেক্সটাইল, অটোমোবাইলস, ক্যামিকেল, কসমেটিকস, বিশ্বখ্যাত ইলেক্টনিক্স সামগ্রী উৎপাদনকারী কোম্পানি এলজি ও স্যামসাংসহ কোরিয়া উৎপাদিত বিভিন্ন সামগ্রী। বাংলাদেশে অ্যাজেন্ট নেই এমন বেশ কিছু কোরিয়ান কোম্পানি মেলা অংশ গ্রহণ করবে।
উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ কোরিয়া থেকে বছরে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারসম মূল্যেরে পণ্য ও সামগ্রী আমদানি করে। বিপরীতে বাংলাদেশ থেকে বছরে প্রায় ১ মিলিয়ন ডলারের মত পণ্য রপ্তানি হয় কোরিয়ায়।
দুইদিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হলেন সালমান এফ রহমান, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনসহ বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন চেম্বারের সদস্যরা।
বিভি/এইচএস
মন্তব্য করুন: