• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

৬০ টাকায় চিনি, ৭০ টাকা কেজিতে মশুর ডাল বিক্রি করবে টিসিবি

প্রকাশিত: ১৬:৪২, ৮ মার্চ ২০২৩

আপডেট: ১৬:৫৬, ৮ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
৬০ টাকায় চিনি, ৭০ টাকা কেজিতে মশুর ডাল বিক্রি করবে টিসিবি

রমজান উপলক্ষে সারাদেশের এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চিনি, সয়াবিন তেলসহ ৫টি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।  

বুধবার (৮ মার্চ) টিসিবির মুখপাত্র মো. হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

টিসিবি সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে এবার ভর্তুকি মূল্য চিনি ১ কেজি ৬০ টাকা, মশুর ডাল ২ কেজি প্রতি কেজি ৭০ টাকা, সয়াবিন তেল ২ লিটার প্রতি লিটার ১১০ টাকা, ছোলা  ১ কেজি ৫০ টাকা এবং খেজুর ১ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করা হবে। 

টিসিবি’র যুগ্মপরিচালক (অফিস প্রধান) আঞ্চলিক কার্যালয় ঢাকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশব্যাপী নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য কম মূল্যে বিক্রয় কার্যক্রমের দুই পর্বে করা হবে। সে লক্ষ্যে প্রথম পর্বের কার্যক্রম আগামী ৯ মার্চ বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিক্রয় কার্যক্রম শুরু হবে। এই বিক্রয় কার্যক্রম ডিলারগণের দোকান/নির্ধারণ স্থায়ী স্থাপনা হতে সিটি কর্পোরেশন, জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও তাদের নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সময়ে নির্ধারিত ডিলাদের কাছ থেকে পণ্য সামগ্রীগুলো কিনতে পারবেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2