দুই দিনের ব্যবধানে বন্ধ হলো যুক্তরাষ্ট্রের আরো একটি ব্যাংক

সিগনেচার ব্যাংক
যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালির পর দেউলিয়া হয়ে বন্ধ হলো আরো একটি ব্যাংক। নিউইয়র্ক শহরের ওই ব্যাংকের নাম- সিগনেচার ব্যাংক। সিলিকন ভ্যালি ব্যাংকের মতো আপাতত প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে মার্কিন ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (এফডিআইসি)। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সিলিকন ভ্যালি বৃহৎ ব্যাংক হলে সিগনেচার ব্যাংকটি আঞ্চলিক প্রতিষ্ঠান এবং এটির পরিধিও কম ছিল। ডলারের চেয়ে ক্রিপ্টোকারেন্সি (ই-মানি) নির্ভর ছিল ব্যাংকটি। হঠাৎ করেই ব্যাংকটির শেয়ারের অস্বাভাবিক পতন হলে স্থানীয় সময় রবিবার এটি বন্ধ করে দেওয়া হয়।
এফডিআইসি ঘোষণা দিয়েছে, ব্যাংকগুলো যেন সঞ্চয়কারীদের অর্থ উত্তোলনসহ যাবতীয় সব প্রয়োজন মেটাতে পারে সেজন্য তাদের বাড়তি অর্থ দেওয়া হবে। এখন ব্যাংকটিতে স্থিতিশীল অবস্থা ফেরানোর চেষ্টা করা হবে।
এর আগে গত শুক্রবার বন্ধ হয়ে যায় সিলিকন ভ্যালি ব্যাংক। বর্তমানে ওই ব্যাংকের গ্রাহকদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে গেছে। তবে মার্কিন সরকার নিশ্চয়তা দিয়েছে গ্রাহকদের সঞ্চিত অর্থ তারা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে।
গত বৃহস্পতিবার সিলিকন ভ্যালি ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা নগদ অর্থ সরবরাহ করতে কিছু শেয়ার বন্ড লসে বিক্রি করেছে। এছাড়া নগদ অর্থ জোগাড় করতে বাজারে আরও ২ বিলিয়ন ডলারের শেয়ার ছাড়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এমন ঘোষণার পরই ব্যাংকটির গ্রাহকরা আতঙ্কে গণহারে অর্থ উত্তোলন করলে ব্যাংকটিতে ধস নামে। সিলিকন ভ্যালি ব্যাংকটি আপাতত মার্কিন ফেডারেল ডিপোজিট ইন্সুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এর নিয়ন্ত্রণে রয়েছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: